ঝিনাইদহে বিকাশ প্রতারক রাজু শেখকে (২৮) গ্রেফতার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
ঝিনাইদহ শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত রাজু শেখ মাগুরা জেলার শ্রীপুর থানার চর মহেশপুর গ্রামের দাউদ শেখের ছেলে।
ঝিনাইদহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দীন জানান, বেশ কয়েকদিন আগে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার সোতা গ্রামের শংকর মন্ডলের ছেলে দীপক মন্ডল ঝিনাইদহ সদর থানায় বিকাশ প্রতারণার একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সত্যতা পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।

