সাতক্ষীরার কলারোয়ায় মাহবুবার মোড়ল নামের এক কৃষকের নগদ ২০ হাজার টাকাসহ বসতভিটা আগুনে পুড়ে গেছে।
মঙ্গলবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের খাসপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মশার কয়েল থেকে গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন কলারোয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার ওবায়দুল্লাহ।
জানা গেছে, গতকাল সন্ধ্যার পর মাহবুবার মোড়লের বসতঘরের পাশের গোয়ালঘরে আগুন জ্বলতে দেখা যায়। এরপর মুহূর্তেই তা রান্নাঘরসহ বসতভিটায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে কলারোয়া ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অল্প কিছু মালামাল অক্ষত উদ্ধার করা গেছে। এ ছাড়া ঘরে থাকা বেশির ভাগ মালামাল পুড়ে গেছে।
এ নিয়ে লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম জানান, মাহবুবার মোড়লের বাড়িতে নগদ ২০ হাজার টাকাসহ প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে।

