ঢাকার মিরপুরে গ্লাসি চাইনিজ কনভেনশন সেন্টারে জামায়াতের নেতাকর্মীদের বৈঠকের খবর পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ।
ওই সময় বেশ কয়েকজন জামায়াতের নেতাকর্মীকে আটক করার খবর পাওয়া গেছে।
শনিবার রাতে মিরপুর-১ নম্বর এলাকায় ক্যাপিটাল মার্কেটের ওই কনভেনশন সেন্টারে জামায়াত নেতাকর্মীদের গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।
দারুস সালাম থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জামায়াতের বৈঠকের বিষয়ে জানতে পারি। পরে রাত ৮টার দিকে অভিযান চালানো হয়। অভিযান এখনো চলছে। এ বিষয়ে পরে জানানো হবে।

