সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা!

আরো পড়ুন

সাতক্ষীরার কলারোয়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

মঙ্গলবার (৭ মার্চ) কলারোয়া উপজেলার পাঁচনল শংকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ কোহিনুর খাতুন সাতক্ষীরা কলারোয়া উপজেলার শংকরপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে ।

প্রতিবেশিরা জানান, মঙ্গলবার বেলা ১২ টার দিকে মাসুদের স্ত্রী আত্মহত্যা করেছে প্রচার দেয় তার পরিবারের সদস্যরা । খবর পেয়ে স্থানীয়রা মাসুদের ঘরে গিয়ে তার স্ত্রী কোহিনুরের লাশ মাটিতে পড়ে থাকতে দেখে। কোহিনুরের ৫ বছর বয়সী খাদিজা নামের একটি শিশু কন্যা রয়েছে। তবে ঘটনার পর থেকে মাসুদসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

নিহতের পিতা ইসমাইল হোসেন বলেন, জামাতা মাসুদ বিদেশ যাওয়ার জন্য বেশ কিছুদিন আগে থেকে তিন লক্ষ টাকা দাবি করে আসছিল। কিন্তু আমরা গরিব মানুষ হওয়ায় গত কয়েকদিন পূর্বে ৫০ হাজার টাকা দিয়েছিলাম। এতে ক্ষিপ্ত হয়ে আমার মেয়ে কোহিনুরকে পিটিয়ে হত্যা করে ঘরের ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যার প্রচার দিয়েছে মাসুদ।

আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি মেয়ের লাশ মাটিতে পড়ে আছে। জামাতা মাসুদসহ তার পরিবারের সদস্যরা পালিয়েছে। আমরা এসে তাদের কাউকে বাড়িতে পাইনি

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি তদন্তের পর বলা যাবে। তবে নিহতের স্বজনদের অভিযোগ তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মগে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ