যশোরে যাত্রীর পেটের ভেতর মিললো ৪৬ লাখ টাকার সোনার বার

আরো পড়ুন

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে এক যাত্রীর পেট থেকে ৫টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা। যার ওজন ৫৮৩ গ্রাম। এর বাজার মূল্য প্রায় ৪৬ লাখ টাকা। এ সময় ওই যাত্রীকে আটক করা হয়েছে।

সোমবার (৬ মার্চ) সকাল ৯টার দিকে ওই যাত্রী ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়।

আটক ইব্রাহিম ব্যাপারী (৩৫) মুন্সীগঞ্জ জেলা সদরের চরকেওয়ার গ্রামের আব্দুল লতিফের ছেলে।

বেনাপোল কাস্টম হাউজের শুল্ক দফতরের সহকারী পরিচালক শায়েখ আরেফিন জাহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইব্রাহিমকে সন্দেহজনকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি ৫টি কথা অস্বীকার করেন। পরে স্থানীয় বেনাপোল বাজারের একটি ক্লিনিকে নিয়ে তার পেট এক্সরে করে পাঁচটি ৫টি বার পাওয়া যায়। যার ওজন ৫৮৩ গ্রাম। এর বাজার মূল্য প্রায় ৪৬ লাখ টাকা।

তিনি আরো বলেন, আটক যাত্রীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। বারগুলো কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেয়া হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ