নিজস্ব প্রতিবেদক : জাতীয় পাট দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে যশোরে অনুষ্ঠিত হয়েছে র্যালি ও আলোচনা সভা। ‘পাটশিল্পের অবদান-স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও পাট অধিফতরের উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের হয়।
প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এরপর কালেক্টরেট সভা কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান।
পাট অধিদফতরের সহকারী পরিচালক গোলাম ছাত্তার তালুকদার, কৃষি প্রকৌশলী সুজাইল হক, যশোর পাট চাষী সমিতির সভাপতি শরিফুল ইসলাম, পাট ব্যবসায়ী সমিতির সভাপতি মহববত আলী মন্টু। সভাপতিত্ব করেন নাসিব যশোরে সভাপতি সাকির আলী।
জাগো/আরএইচএম

