প্রধানমন্ত্রীর বরাবর আইডিইবি যশোর স্মারকলিপি প্রদান

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছেন আইডিইবি যশোর। সোমবার সকালে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের হাতে এই স্মরকলিপি তুলে দেন আইডিইবি নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ সংশোধন পূর্বক গেজেট প্রকাশের নির্দেশনা প্রদানের দাবি জানিয়ে
স্মারকলিপি দেওয়া হয়েছে।

আইডিইবি যশোর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সভাপতি এস এম আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি শহিদুল হক বাদল, কাউন্সিলর রুহুল আমিন, কাউন্সিলরআলিম উদ্দীন আনসারী, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, দপ্তর সম্পাদক সাইদুর রহমান শান্ত, সদর ইউনিট কমিটির সভাপতি সৈয়দ আব্দুল মতিনসহ বিভিন্ন সার্ভিস অ্যাসোশিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্য প্রকৌশলীবৃন্দ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ