কালীগঞ্জে শিয়ালের কামড়ে শিশুসহ গুরুতর আহত ৩

আরো পড়ুন

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় শিয়ালের কামড়ে শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৪ মার্চ) রাতে উপজেলার কাকিনা ইউনিয়নের কাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন কাজীরহাট এলাকার শরবত আলীর মেয়ে ছনিয়া খাতুন (৬), ওই এলাকার সোহেল রানার মেয়ের সুমনা খাতুন (৩) ও একই এলাকার বাসিন্দা সফিয়ার রহমান (৬০)।

স্থানীয়রা জানান, কাকিনা ইউনিয়নের কাজীরহাট এলাকায় একটি পাগলা শিয়াল দুই শিশুসহ তিনজনকে কামড়ে আহত করে। এর আগে, ২০ ফেব্রুয়ারি গোপালরায় এলাকায় চারজনকে কামড় দেয়। বেশ কিছু গবাদিপশুকেও শিয়াল আক্রমণ করেছে। এলাকায় শিয়ালের আক্রমণ থেকে বাঁচতে শিশু ও গবাদিপশু নিয়ে চরম আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জান্নাতী ফাতেমা বলেন, আহত শিশু দুটির অবস্থা তেমন ভালো ছিল না, একজনের চোখের ওপরের কিছু অংশ ছিড়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠিনো হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ