তিন হাজার ১৯০টি মামলা নিষ্পত্তি করা হয়েছে ১৩৫ মিনিটে। অর্থাৎ প্রতি মিনিটে মামলা নিষ্পত্তি হয়েছে ২৪টি। সম্প্রতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এমন কার্যক্রমের প্রশংসা করছেন সবাই। মামলাজট কমাতে এমন কার্যক্রম আদালতের অন্য বেঞ্চকেও উদ্বুদ্ধ করবে বলে মত দিয়েছেন অনেকেই।
আইন বিশেষজ্ঞরা বলছেন, এমন কার্যক্রমে বিচার বিভাগের জন্য বড় কিছু পাওয়ার নেই। শুধু জটের তালিকা থেকে কিছু মামলা কমবে। তারপরও এ ধরনের আদেশ ইতিবাচক সাড়া ফেলবে।
তিন হাজার ১৯০টি মামলার মধ্যে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের বেঞ্চে নিষ্পত্তি হয়েছে ২৪৯টি, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চে ৪৯৪টি, বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর বেঞ্চে ৪৬৯টি, বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের বেঞ্চে ৪৯১টি, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চে ২৯৭টি, বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. বজলুর রহমানের বেঞ্চে ৪৮৯টি, বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চে ৯৯টি, বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চে ৩০০টি এবং বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চে ৩০২টি মামলার নিষ্পত্তি হয়েছে। ৯ বিশেষ বেঞ্চে মোট নিষ্পত্তি হয়েছে ৩ হাজার ১৯০টি পুরাতন মামলা।

