বাগেরহাটে মেহগনি গাছে মিললো যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরো পড়ুন

বাগেরহাটের মোংলা উপজেলায় যুবকের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

শুক্রবার (৩ মার্চ) ভোরে উপজেলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া গ্রামের নিজ বাড়ির মেহগনি গাছ থেকে তার ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত যুবক ওই এলাকার সুধীর মুখার্জির ছেলে গোপাল মুখার্জি।

গোপাল মুখার্জির মা পুষ্প মুখার্জি জানান, সন্ধ্যায় বাড়িতে পৈতা দান (উপনয়ন) ধর্মীয় অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে গোপাল মুখার্জি রাত ১টার দিকে গ্রামের টাটিবুনিয়া স্কুলের পাশে ইকলাছের চায়ের দোকান থেকে চা পান করে বাড়ি ফেরে।

ভোর ৬টার দিকে বাড়ির পাশে গোবিন্দ মন্দিরের কাছে গোপালকে মেহগনি গাছের সাথে লাইলনের রশি পেঁচিয়ে ঝুলে থাকতে দেখি। পরে প্রতিবেশীদের ডাকলে তারা ছুটে আসে। তারা গোপালকে গাছ থেকে নামিয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে গোপাল মুখার্জির আত্মহত্যার কোন কারন জানাতে পারেনি তার পরিবারসহ স্থানীয়রা।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় গোপাল খুবই নরম ভদ্র স্বভাবের ছেলে ছিলো ব্যক্তিগতো জীবনে সে অবিবাহিত ছিল।

মোংলা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ বলেন, ঘটনা শোনার সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে । ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ