যশোরের বাঘারপাড়ায় গৃহবধূ শিরিনা খাতুনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত শিরিনা খাতুন বাঘারপাড়া উপজেলার হাগড়া গ্রামের কেফায়েততুল্লা সাগরের স্ত্রী। এবং মাগুরার শিমুলিয়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। এ ঘটনায় স্বামী, শ্বশুর ও শাশুড়িসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) খবর পেয়ে শিরিনার বাবার বাড়ির লোকজন এসে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। বিকালে লাশের ময়না তদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করে।
পারিবারিক সূত্রে জানা যায়, ১১ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে কুলসুম (৯) ও নাঈম (৭) দুটি সন্তান আসে।
নিহতের সন্তান নাঈম জানায়, বাড়িতে তেল-ঝাল নিয়ে মা-বাবার সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে ঘাতক স্বামী সাগর কাঠ দিয়ে শিরিনা খাতুনকে বেধড়ক মারপিট করে। এতে করে শিরিনা খাতুন মারা যায়।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় ঘাতক স্বামী সাগর, তার বাবা-মা, দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে।

