জেলায় জেলায় আ.লীগের শান্তি সমাবেশ, চিহ্নিত অপশক্তিকে রুখে দেয়ার আহবান

আরো পড়ুন

সারাদেশে আওয়ামী লীগ ও এর সহযোগী যুব সংগঠন শান্তি সমাবেশ করেছে। দেশবিরোধী চিহ্নিত অপশক্তি ষড়যন্ত্র করছে, তাদের এই চক্রান্ত রুখে দিতে নেতাকর্মীদের আহবান জানিয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় ও তৃণমূলের নেতারা।

শনিবার দেশের জেলায় জেলায় বিএনপির পদযাত্রা কর্মসূচির দিনে আওয়ামী লীগ ও যুবলীগ এই শান্তি সমাবেশের আয়োজন করে।

কুমিল্লা, চাঁদপুর, নড়াইল, জয়পুরহাট, নাটোর, ফেনী, কুষ্টিয়া, কুড়িগ্রামসহ সারাদেশেই প্রায় প্রতিটি জেলা ও উপজেলায় এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাঁদপুরে শিক্ষামন্ত্রী দীপু মণি বলেন, আজ আওয়ামী লীগের যেই শান্তি সমাবেশ সেটি দেশকে এগিয়ে নেয়ার প্রচেষ্টারই অংশ। কারণ চিহ্নিত একটি অপশক্তি দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। আবারো সেই ২০১৩-১৪-এর মতো অগ্নিসন্ত্রাস করতে চায়।

কুমিল্লার দাউদকান্দিতে দলের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর বলেছেন, জিয়ার আমলে হাজার হাজার মানুষ হত্যা করা হয়েছিল। দুর্নীতিবাজ, খুনি, সন্ত্রাসী জিয়া পরিবারের কাছে দেশ ও গণতন্ত্র নিরাপদ নয়। যারা মাগুরা মার্কা নির্বাচন করে বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছিল, তারাই আজ গণতান্ত্রিক নির্বাচনের কথা বলে। এটা হাস্যকর।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ