আগামী ৫ মার্চ থেকে অনুষ্ঠিতব্য ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি আংশিক পরিবর্তন করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)।
পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, গত ১৬ ফেব্রুয়ারি জারিকৃত বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে উভয় ক্যাডারের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের ২২ ফেব্রুয়ারি জারিকৃত বিজ্ঞপ্তিটি অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিটি সরকারি কর্মকমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইটে দেয়া আছে বলে জানানো হয়।

