সাতক্ষীরায় এসপি গোল্ডেন লাইনের ধাক্কায় পথচারী বৃ্দ্ধের মৃত্যু

আরো পড়ুন

সাতক্ষীরায় দেবহাটায় একটি পরিবহনের ধাক্কায় বিশ্বনাথ (৭০) নামে এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১০টার দিকে উপজেলাধীন সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের পারুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত বিশ্বনাথ হলেন সাতক্ষীরা দেবহাটা উপজেলা রামদেবপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম জানান, বৃদ্ধ বিশ্বনাথ শনিবার দেবহাটা উপজেলাধীন পারুলিয়া এলাকায় সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক পার হচ্ছিলেন। এসময় শ্যামনগর থেকে ছেড়ে আসা এসপি গোল্ডেন লাইনের একটি পরিবহন তাকে সজরে ধাক্কা দেয় । এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হতে থাকায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে তিনি মারা যান।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ