সাতক্ষীরায় দেবহাটায় একটি পরিবহনের ধাক্কায় বিশ্বনাথ (৭০) নামে এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১০টার দিকে উপজেলাধীন সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের পারুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত বিশ্বনাথ হলেন সাতক্ষীরা দেবহাটা উপজেলা রামদেবপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম জানান, বৃদ্ধ বিশ্বনাথ শনিবার দেবহাটা উপজেলাধীন পারুলিয়া এলাকায় সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক পার হচ্ছিলেন। এসময় শ্যামনগর থেকে ছেড়ে আসা এসপি গোল্ডেন লাইনের একটি পরিবহন তাকে সজরে ধাক্কা দেয় । এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হতে থাকায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে তিনি মারা যান।

