নড়াইলে সড়কে চাঁদাবাজির অভিযোগে আটক ২, প্রতিবাদে বন্ধ বাস চলাচল

আরো পড়ুন

নড়াইলে বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তাদের আটক করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

পুলিশ জানায়, নড়াইল জেলা বাস মালিক সমিতি, নড়াইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন এবং পৌরসভার টোলের নামে টাকা তুলছিলেন খোকন বিশ্বাস (৫০) ও শাকিব (১৭)। পরে তাদের আটক করেন ডিবি সদস্যরা।

এদিকে তাদের আটকের প্রতিবাদে শুক্রবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছে জেলা বাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

ময়না খাতুন নামে এক যাত্রী বলেন, ঢাকায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে স্টান্ডে এসে দেখি বাস বন্ধ। খুব কষ্ট হচ্ছে।

আরিফ নামে আরেকজন বলেন, যশোর যাওয়ার জন্য বাড়ি থেকে হয়েছিলাম। এখন দেখি বাস বন্ধ।

শুক্রবার সকাল থেকে নড়াইলে বাস চলাচল বন্ধ রয়েছে।

জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কামরুল বিশ্বাস বলেন, আমাদের শ্রমিকরা দুর্ঘটনার শিকার হলে বা কেউ মারা গেলে আমরা সমিতির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থিক অনুদান দিয়ে থাকি। এতে মালিক বা শ্রমিক ইউনিয়নের কারও কোনো অভিযোগ নেই। তবুও পুলিশ আমাদের লোক ধরে নিয়ে গেছে। এর সমাধান না হওয়া পর্যন্তু মালিক-শ্রমিকরা বাস চালাবে না।

যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে দাবি করে জেলা পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুন বলেন, সড়কে কোনো প্রকার চাঁদাবাজি করতে দেয়া হবে না।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ