সাবেক ইউপি সদস্যর অর্ধেক মাটিতে পুতে রাখা লাশ উদ্ধার

আরো পড়ুন

ময়মনসিংহের নান্দাইলে আবু সাইদ (৫০) নামের সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার খারুয়া ইউনিয়নের বেলতৈল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু সাইদ ওই এলাকার মৃত ছফির উদ্দিনের ছেলে।

নান্দাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক ইউপি সদস্য আবু সাইদ বিকেলে খারুয়া ইউনিয়নের বনগ্রাম চৌরাস্তা বাজারে ওষুধ কিনতে যান। কিন্তু সন্ধ্যা হলেও আবু সাইদ বাড়ি না ফেরায় তার ছেলেরা খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে প্রতিবেশী সাত্তার নামে একজনের পানক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় আবু সাইদের নম্বরে ফোন করলে পাশেই মোবাইল বেজে ওঠে। সেখানে খোঁজাখুঁজি করে পানক্ষেতের ড্রেনে অর্ধেক মাটিতে পুতে রাখা অবস্থায় সাইদকে দেখতে পান স্বজনরা। পরে থানায় খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে করে।

এসআই আব্দুল কাদির বলেন, প্রতিবেশী সাত্তারের সঙ্গে নিহত আবু সাইদের টাকার লেনদেন ছিল। এই টাকা লেনদের জন্যই সাত্তার তার লোকজন নিয়ে আবু সাইদকে কুপিয়ে হত্যা করতে পারে বলে ধারণা করছেন তার ছেলেরা।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ