মুখে বাইন মাছ ঢুকে শিশুর মৃত্যু

আরো পড়ুন

সাতক্ষীরার কলারোয়ায় খেলতে গিয়ে মুখে বাইন মাছ ঢুকে এক শিশু মারা গেছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার কেরালকাতা ইউনিয়নের পুটুনি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ওই গ্রামের ভ্যানচালক নজরুল ইসলামের ছেলে গোলাম রসুল। নিহত শিশুটি বাক প্রতিবন্ধী।

নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহম্মেদ বলেন, বেলা ১২টার দিকে ওই শিশুটির গলায় একটি বাইন মাছ ঢুকে যায়। এরপর সে জ্ঞান হারিয়ে ফেলে। অচেতন অবস্থায় দুপুর ১টার দিকে তাকে জরুরি বিভাগে আনা হয়। ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা করে আমরা নিশ্চিত হই হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিলে মাছ ধরছিল গ্রামের সবাই। সেখানে গোলাম রসুল নামের ওই প্রতিবন্ধী শিশুটির মাও মাছ ধরছিলো। সেখানে খেলতে গিয়ে শিশুটির গলায় বাইন মাছ ঢুকে যায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মা আশুরা বিবি বলেন, সকাল থেকে ছেলেকে সঙ্গে নিয়ে বিলে মাছ ধরছিলাম বিলে। হঠাৎ গলার ভেতরে একটা বাইন মাছ ঢুকে যাওয়ায় ছেলে চিৎকার শুরু করে। অনেক চেষ্টা করেও সে মাছ বের করা যায়নি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানেই আমার ছলেকে ডাক্তারা মৃত ঘোষণা করে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ