যশোর জেলা ও দায়রা জজ আদালতে নতুন বিচারকের যোগদান আজ

আরো পড়ুন

যশোরের জেলা ও দায়রা জজ আদালতে নতুন বিচারক হিসেবে শেখ নাজমুল আলম বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) যোগদান করবেন। তিনি ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) হিসেবে দায়িত্বে ছিলেন। গত ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে যশোর জেলা ও দায়রা জজ আদালতে বদলি করা হয়।

বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে নবাগত জেলা ও দায়রা জজকে সংবর্ধনা দেয়া হবে। সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে এ সংবর্ধনার দেয়া হবে বলে নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্ত্তজা ছোট।

গত বছরের ২৪ নভেম্বর যশোরের সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিকের অবসরজনিত বিদায়ের পর থেকে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্বপালন করে আসছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ কবির উদ্দীন প্রামানিক।

এদিকে, জেলা জজের যোগদান উপলক্ষে বিচার বিভাগের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ