যশোরে শাকিল হোসেন (৩৩) নামের এক যুবককে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোররাতে এসআই সালাউদ্দিন ও নাজমুল ইসলামের নেতৃত্বে রুপদিয়া শুভেচ্ছা সিনেমা হলের পাশ থেকে তাকে আটক করা হয়।
আটক শাকিল হোসেন যশোর সদরের চাউলিয়া বিশ্বাস পাড়ার জয়নাল বিশ্বাসের ছেলে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, শাকিল হোসেনের বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি, দস্যুতা ও মাদকসহ মোট ৮টি মামলা রয়েছে। ভোররাতে পুলিশ তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে শুভেচ্ছা সিনেমা হলের পাশে মেহগুনি বাগান থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা হয়েছে।

