যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরেই শ্রদ্ধা নিবেদন

আরো পড়ুন

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরেই যশোরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান শ্রদ্ধা নিবেদন করেন।

IMG 20230220 WA0005

এরপর যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার,  যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, যশোর ৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড, যশোর প্রেসক্লাব, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, ছাত্রলীগ, যশোর সিভিল সার্জন, যশোর পৌরসভাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ জানানো হয়।
পায়ে হেটে বিভিন্ন রাজনীতি, সামাজিক সংগঠনসহ নানা বয়সের মানুষ হাতে ফুল নিয়ে শহীদমিনারে দিকে আসে। এছাড়াও মহান একুশ উপলক্ষে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ