যশোরে বহুল আলোচিত লেডি কিশোর গ্যাং লিডার মুসকান ওরফে লামিয়াকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহরের নাজির শংকরপুর এলাকা থেকে তাকে আটক করেন।
আটক মুসকান লামিয়া শহরের বেজপাড়া কবরস্থান এলাকার মামুন মোল্যার মেয়ে।
কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, মুসকান যশোর শহরের বহুল আলোচিত লেডি কিশোর গ্যাং প্রধান। পরশুদিন রাতে মুসকানের নেতৃত্বে পুরাতন কসবা এলাকায় সোহেল নামে এক যুবকে ছুরিকাঘাত করে গা ঢাকা দেয়।
পুলিশ অভিযান চালিয়ে মুসকানকে ছুরিসহ আটক করে এময় তার কাছে ৩০ পিস ইয়াবাও পাওয়া গেছে। তার বিরুদ্ধে থানায় আগেই দুটি মাদক মামলা রয়েছে।
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, থানায় আর একটি মাদক মামলার প্রস্তুতি চলছে।

