বেনাপোলে ২৮৭ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আরো পড়ুন

যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ২৮৭ বোতল ফেনসিডিলসহ নজরুল ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে বন্দরের আমদানি-রফতানি সড়কের বন্দর অভ্যন্তরে বড় আঁচড়া গ্রামের স্ক্যানিং মেশিনের সামনে হতে তাকে আটক করা হয়।

সে বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, থানা পুলিশের নিয়মিত টহল দলের সদস্যরা বেনাপোল বন্দরের বড় আঁচড়া গ্রামের স্ক্যানিং মেশিন এলাকায় টহল দিচ্ছিল। এ সময় সন্দেহজনকভাবে একটি ইজিবাইককে থামিয়ে তল্লাশি করলে তার ভিতর থেকে ২৮৭ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এবং মাদক বহনের অপরাধে নজরুল ইসলাম নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, গতকাল রাতে পোর্ট থানার পুলিশের টহল দলের সদস্যরা ২৮৭ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রবিবার দুপুরে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর জেলহাজতে পাঠানো হবে।

আরো পড়ুন

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ