বেনাপোলে সোয়া ৯ লাখ রুপিসহ বাংলাদেশি আটক

আরো পড়ুন

যশোরের বেনাপোল চেকপোস্টে ৯ লাখ ২৬ হাজার ভারতীয় রুপিসহ এম এ হান্নান ভূঁইয়া (৪৪) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছেন বিজিবি সদস্যরা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে স্থাপিত বিজিবি তল্লাশি চৌকি থেকে ওই যাত্রীকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল বিষয়টি নিশ্চিত করেছেন।

এম এ হান্নান ভূঁইয়া কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বাজানকারা গ্রামের এম এ কাদের ভূঁইয়ার ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পে চোরাচালান বিরোধী তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানে বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল চেকপোস্টের প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ভারত থেকে আসা সন্দেহভাজন বাংলাদেশি এক যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয়। এসময় ব্যাগের মধ্যে ৯ লাখ ২৬ হাজার ভারতীয় রুপি ও দুটি মোবাইলফোন পাওয়া যায়। এসময় তাকে আটক করা হয়।

পরবর্তীকালে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ভারতীয় রুপি অবৈধভাবে বহন করার কথা স্বীকার করেন। পরে ভারতীয় রুপিসহ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

আরো পড়ুন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ