চট্টগ্রামে ব্যাংক থেকে ঋণ নিয়ে লাপাত্তা হয়ে যাওয়া এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ওই দম্পতি হলেন শিবুপদ সিকদার ও তার স্ত্রী আন্না সিকদার।
রবিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নগরের বন্দর থানার কমিশনার গলির ওয়াসিল চৌধুরী পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় সাজা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার দম্পতি ২০১৮ সাল থেকে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেয়। কিন্তু এসব ঋণ পরিশোধ না করে তারা আত্মগোপনে চলে যান। পরে ব্যাংক কর্তৃপক্ষ আসামিদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। মামলায় বিচার প্রক্রিয়া শেষে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির বলেন, আসামিদের বিরুদ্ধে ছয়টি সিআর মামলার সাজা ও দুটি সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

