কক্সবাজারের ঈদগাঁওতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
তারা হলেন ইউনিয়নের চান্দেরঘোনা কাটামোরা এলাকার মৃত আব্দুস সমদের ছেলে সৌদি প্রবাসী নুরুল আজিম (২১) ও আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২০)।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে স্টেশন থেকে বাড়িতে ফেরার পথে কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা কাইয়ুম উদ্দিন জানান, সকালে নুরুল আজিম ও দেলোয়ার হোসেন সাঈদী স্টেশন থেকে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। কলেজ গেটের ব্রিজ পর্যন্ত পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরিবারের অনাপত্তির ভিত্তিতে মরদেহ দাফন প্রক্রিয়া চলছে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি স্বজনেরা নিয়ে গেছে।


Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?