জমি সংক্রান্ত বিরোধে যশোরে জেলার কেশবপুরে প্রতিপক্ষের হামলায় মুনসুর আলি (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দুপুরে পৌর সদরের আলতাপোল গ্রামে এই ঘটনা ঘটে না।
জানা যায়, মুনসুর আলির সাথে একই গ্রামের ইশতিয়ার হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে শনিবার দুপুরে মুনসুর আলি প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়। প্রথমে তাকে কেশবপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তির পর অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে।

