আগুনে পুড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু

আরো পড়ুন

নরসিংদীতে শ্বশুরবাড়িতে আগুনে পুড়ে যাওয়া পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গত ৪ ফেব্রুয়ারি রাতে শহরের পশ্চিমকান্দা পাড়ার সেবাসংঘ এলাকায় ওই অন্তঃসত্ত্বা গৃহবধূ তিশা তার শ্বশুরবাড়িতে আগুনে দগ্ধ হয়। মৃত তিশা পশ্চিমকান্দা পাড়ার সেবাসংঘ এলাকার কাজল সাহার স্ত্রী।

স্থানীয়রা জানায়, প্রায় দুই বছর পূর্বে পশ্চিমকান্দা পাড়ার সেবাসংঘ এলাকার কাজল সাহার পারিবারিক ভাবে তিশার বিয়ে হয়। গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাজল সাহার বাড়িতে চিৎকার শুনতে পায় স্থানীয়রা। কিন্তু বাড়ির ভেতরের গেইট বন্ধ থাকায় কেউ যেতে পারেনি। প্রায় ২ ঘণ্টা পর রান্না করতে গিয়ে তিশা দগ্ধ হয়েছে জানিয়ে তার স্বামী কাজল সাহাসহ বাড়ির অন্যান্যরা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। ওইসময় তিশার শরীরে বিভিন্ন অংশ আগুলে ঝলসে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে সেখানে সাতদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকালে সে মারা যায়।

তবে নিহতের পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে তিশার শরীরে আগুন দিয়ে তাকে হত্যা করেছে। তারা এই হত্যাকাণ্ডের বিচার চায়।

নরসিংদী সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বলেন, ঘটনার সম্পর্কে খোঁজ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ