নতুন দল গঠন করতে চান হিরো আলম

আরো পড়ুন

সম্প্রতি বগুড়ার দুটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে অংশ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোসম্প্রতি বগুড়ার দুটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে অংশ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনার উত্তাপ ছড়িয়েছেন হিরো আলম।

ভাইরাল হওয়ার আগে নিজ এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সদস্য পদে ভোটে অংশ নিয়ে হেরে যাওয়া হিরো আলম সংসদীয় আসনের উপ-নির্বাচনেও পরাজিত হয়েছেন। তবে, তাতে দমে যেতে রাজী নন তিনি। ইতোমধ্যেই জানিয়েছেন, আগামীতেও সংসদ নির্বাচন করতে চান তিনি।

উপ-নির্বাচনে হিরো আলমের অংশ নেওয়া নিয়ে বাক্য বিনিমিয় চলেছে দেশের বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যেও। এতে যোগ দিয়েছেন হিরো আলম নিজেও।

সামাজিক যোগাযোগমাধ্যমে হিরো আলমের অনুসারীদের অনেকের মধ্যেই আবার প্রশ্ন দেখা দিয়েছে, আগামীতে তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কি-না।

তবে হিরো আলম জানালেন, কোনো রাজনৈতিক দলে যোগদান নয়, ভবিষ্যতে নিজেই নতুন দল গঠনের ইচ্ছা রয়েছে তার।

আরো পড়ুন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ