যশোরে ৭৪ লাখ টাকার সোনা জব্দ

আরো পড়ুন

যশোরের বেনাপোলের পুটখালিতে ৭৪ লাখ টাকা মূল্যের ৮টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১১ ফেব্রুয়ারি) ভোর রাতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রাম থেকে এ সোনা উদ্ধার করা হয়।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুটখালি গ্রামের সজলের মোড় নামক স্থান দিয়ে বিপুল পরিমাণ সোনার চালান ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন দুইমোটরসাইকেল আরোহীকে গতি রোধ করতে বলা হয়। এ সময় তারা মোটরসাইকেল না থামিয়ে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা মোটরসাইকেল আরোহীকে লাঠি দিয়ে আঘাত করলে তার কাছে থাকা একটি ব্যাগ পড়ে যায় এবং তারা পালিয়ে যায়।

পরে সে ব্যাগটির মধ্যে ৯৩৮ গ্রাম ওজনের ৮টি সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৭৪ লাখ ১৯ হাজার টাকা।

আরো পড়ুন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ