আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে-কাজী নাবিল আহমেদ

আরো পড়ুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে, এমন আশা প্রকাশ করেছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ।

বক্তব্যের শুরুতে কাজী নাবিল রাষ্ট্রপতি হিসেবে ১০ বছর সফলভাবে দায়িত্ব পালনের জন্য মো. আবদুল হামিদকে অভিনন্দন জানান। এ সময় তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য আমরা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃর্ত্বে ঐক্যবদ্ধ। তিনি বলেন, ‘আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে শেখ হাসিনার প্রতি। আগামী ২০২৪ সালের জানুয়ারিতে যে নির্বাচন হবে, বাংলাদেশের মানুষ সেখানে শেখ হাসিনার ওপর আস্থা রাখবেন। আমরা আবারও দেখতে পাবো— বিপুল ভোটে জয়যুক্ত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাসনের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য কাজী নাবিল এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী হিসেবে একাধিক আন্তর্জাতিক উপাধিতে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কাজী নাবিল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত দুর্বার গতিতে এগিয়ে চলছে। সারা বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

সম্প্রতি যশোরে অনুষ্ঠিত জনসভার প্রসঙ্গ টেনে যশোর সদর আসনের এই এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি যশোরে স্মরণকালে বৃহত্তর জনসভা করেছেন। এতে ছয় লক্ষাধিক জনসমাগম হয়েছিল। যেখানে প্রতিশ্রুতি দিয়েছেন— যশোর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে। যশোর মেডিক্যাল কলেজের ৫০০ শয্যা হাসপাতাল, সেটি নির্মাণ করা হবে। আজকে তার কাছে সেই দাবির কথা ব্যক্ত করছি।’

আরো পড়ুন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ