মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বড় পরিবর্তনের আসছে

আরো পড়ুন

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো প্রক্রিয়া এবং স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয় বিবেচনা করে ভালো কিছু পাবে বলে আশা ব্যক্ত করেছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।

রবিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটন গার্ডেনে সফররত মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইলের সঙ্গে বৈঠকের পর প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ এ আশা ব্যক্ত করেন।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমাদের স্বার্থসংশ্লিষ্ট যা যা আছে সব কথাই হয়েছে। এখানে কষ্টের ব্যাপার আছে, ওখানে যাওয়ার ব্যাপার আছে। সবকিছুই আলোচনা হয়েছে।

কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের আভাস আসছে জানিয়ে মন্ত্রী বলেন, এমওইউ পরিবর্তন করার কথা আসছে। প্রয়োজন হলে আরও কিছু পরিবর্তন আসবে অথবা যাতে আরও বেশি সহজ হয়ে যায়।

তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু উনি (মালয়েশিয়ার মন্ত্রী) এখনো দিতে চাচ্ছেন না। কিন্তু আমার বিশ্বাস, যে দায়িত্ব নিয়ে তিনি (মালয়েশিয়ার মন্ত্রী) কথা বলেছেন, আমরা ভালো কিছুই পাবো।

ইমরান আহমদ বলেন বলেন, একটা বিষয় মনে রাখতে হবে, এ (মালয়েশিয়ার) সরকার কিন্তু নতুন সরকার। আগের সরকারের সঙ্গে আমাদের যা কিছু কথা হয়েছে, এখন কিন্তু বিরাট একটা পরিবর্তন আসবে। এ জিনিসটা তিনি (মালয়েশিয়ার মন্ত্রী) আশ্বস্ত করেছে।

আরো পড়ুন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ