ফুলতলায় যুবককে গুলি করে হত্যা

আরো পড়ুন

খুলনার ফুলতলায় এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম মিলন ফকির (৪৫)। তিনি ফুলতলা উপজেলার আব্দুল ওহাব ফকিরের ছেলে।

সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে ফুলতলা উপজেলার জামিরা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মিলন ফকির সকালে জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে। মিলন দৌড়ে স্থানীয় একটি দোকানে প্রবেশ করলে তাকে আবারও গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত সরকার জানান, কী কারণে এই হত্যার ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ।

আরো পড়ুন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ