প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রাজশাহীতে আসছেন। ওই দিন বিকেলে রাজশাহী মাদরাসা মাঠে আওয়ামীলীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। রাজশাহীতে দিনব্যাপী সফরে ১হাজার ৩১৭ কোটি টাকার ২৫টি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ দিনই তিনি ৩৭৬ কোটি টাকার আরো ৬টি প্রকল্পের ভিত্তি প্রস্তুর স্থাপন করবেন সরকার প্রধান।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে এক মাস ধরে চলা নানা প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। তাকে স্বাগত জানাতে নগর ও জেলাজুড়ে ৪৪টি তোরণ তৈরি করা হয়েছে। জনসভাস্থলের আশেপাশের সড়কগুলোকে সংস্কার করে চকচকে করা হয়েছে। নগরীর সড়কদ্বীপগুলো ঝেড়ে-মুছে রঙিন করা হয়েছে। নগরজুড়ে প্রজাপতি ও রাজকীয় সব সড়কবাতি লাগানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার ফেস্টুন শোভা পাচ্ছে। এসব ব্যানারে সরকারের উন্নয়ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে রাজশাহী নগরী নতুন সাজে সেজেছে। নগরবাসী বলছেন, এর আগেও অনেকবার রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছেন। কিন্তু এবারের চোখ ধাঁধাঁনো আয়োজন আগে কোনদিন দেখেননি তারা। আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে ব্যাপক প্রচার চলছে। শুধু রাজশাহী নয়-আশেপাশের জেলাগুলোতেও বিরাজ করছে উৎসবের আমেজ। সর্বত্রই বাহারী পোস্টার ফেস্টুন ব্যানারে ছেয়ে গেছে নগরীসহ গোটা জেলা।
রাজশাহীতে দিনব্যাপী সফরে প্রায় এক হাজার ৩১৬ কোটি ৯৭ লাখ টাকার ২৫টি প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়া আনুমানিক ৩৭৬ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে আরো ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুপুর ২টার দিকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের জনসভায় প্রধান অতিথি হিসাবে তিনি ভাষণ দেবেন। রবিবার দিনের শেষে তিনি একই পথে ঢাকায় ফিরবেন।
জাগো/আরএইচএম


Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.