বাড়ানো হলো স্টেশন, মেট্রোরেলের পল্লবী স্টেশন চালু

আরো পড়ুন

রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও আসার পথে মেট্রো ট্রেনের যাত্রাবিরতির জন্য স্টেশন বাড়ানো হয়েছে।

বুধবার সকাল থেকে চালু হয়েছে পল্লবী স্টেশনটি।

উত্তরা থেকে পল্লবী পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। একইভাবে পল্লবী থেকে আগারগাঁওয়ে সমপরিমাণ ভাড়া ঠিক করা হয়েছে।

গত ৯ জানুয়ারি নতুন স্টেশন চালুর কথা জানিয়েছিলেন মেট্রোরেলের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

তিনি বলেছিলেন, যাত্রী চাহিদার কথা বিবেচনা করে মেট্রো ট্রেন চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আমরা আগেই বলেছিলাম, ধীরে ধীরে নতুন স্টেশন যুক্ত করা হবে। স্টেশন বাড়ানোর পাশাপাশি সময়ও বাড়ানো হচ্ছে। অনেক চিন্তাভাবনা করেই সকাল সাড়ে ৮টায় মেট্রো ট্রেন চলাচল শুরুর সময় নির্ধারণ করা হয়েছে।

সে ঘোষণা অনুযায়ী, বুধবার থেকে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচিতে মেট্রো ট্রেন চলবে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত, তবে টিকিট কাটার সুবিধার্থে যাত্রীদের জন্য গেট খোলা হবে সকাল ৮টায়।

ট্রেনগুলো আগের মতোই ১০ মিনিট পরপর চলাচল করবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ