মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামে নাশকতার পরিকল্পনা করার সময়ে উপজেলা জামায়াতের আমির খান জাহান আলীসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলা জামায়াতের আমির খান জাহান আলী এবং হাবিবুর রহমান।
আটকের বিষয়টি নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, মুজিবনগর থানা পুলিশের একটি টিম গোপালনগর গ্রামের মোশাররফ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে দুই জনকে আটক করে। সে সময় তাদের কাছ থেকে বিভিন্ন বই, টাকা আদায়ের রশিদ এবং রেজিস্টার খাতা উদ্ধার করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে মুজিবনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলায় দায়ের করা হয়েছে।

