রাজশাহীর বাঘায় আমগাছে রেখা খাতুন খাতুন (২৩) নামের এক নারীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকালে প্রতিবেশি সাবাজ আলীর আমবাগানে থেকে লাশটি উদ্ধার করা হয়। সে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা টাউরিপাড়া গ্রামের সেকেন্দার আলীর মেয়ে।
প্রতিবেশি আবু রায়হান জানান, রবিবার বিকালে মাঠের মধ্যে খেজুর গাছের রস সংগ্রহের জন্য যাওয়ার সময় দেখেন একটি মেয়ে গলায় ফাঁস দিয়ে আমগাছে ঝুলছে। তার ডাকে স্থানীয়রা গিয়ে শনাক্ত করেন ঝুলন্ত মেয়েটির নাম রেখা খাতুন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল করিম বলেন, রেখা খাতুনের পরিবারের আবেদনের কারণে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে সন্দেহ করার মতো তেমন কিছু পাওয়া যায়নি। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।
জাগো/আরএইচএম

