বেনাপোলে ভারতফেরত কিশোরের শরীরে করোনার উপসর্গ

আরো পড়ুন

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারতফেরত অভিজিৎ সিকদার (১৩) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় তার শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তবে এটি নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ নয়।

রবিবার (২২ জানুয়ারী) বিকাল ৫টার সময় করোনা আক্রান্ত অভিজিৎকে বেনাপোল ইমিগ্রেশন থেকে যশোর আইসোলেশনে নেয়া হয়েছে। আক্রান্ত অভিজিৎ সিকদার বাগেরহাট জেলার শ্রীরামপুরের বাসিন্দা জয়দেব সিকদারের ছেলে।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, আক্রান্ত অভিজিৎ সিকদার গত ১৫ দিন আগে (৬ জানুয়ারী) বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের কলকাতায় গিয়েছিল টুরিস্ট ভিসায়। রবিবার বিকালে পেট্রাপোল ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে বেনাপোল ইমিগ্রেশনে আসলে তার শারীরিক অবস্থা সন্দেহভাজন লাগলে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা করা হয় এবং করোনা সংক্রমণ ধরা পড়ে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, রবিবার বিকালে অভিজিৎ সিকদার নামে একজন পাসপোর্ট যাত্রীর করোনা পজিটিভ শনাক্ত হয়। পরে তাকে যশোর আইসোলেশনে নেয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে সতর্কতার সঙ্গে কাজ করছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ।

তবে নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ এর প্রকোপ দেখা দেয়ায় ইমিগ্রেশনে বাড়তি সতর্কতার জন্য এ পর্যন্ত দুজন পাসপোর্টযাত্রীর শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ