কক্সবাজারের উখিয়া উপজেলায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের অদূরে র্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে ২ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রণবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশার। এসময় তাদের কাছ থেকে দেশি ও বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। রবিবার সকালে এ ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছেন র্যাবের মিডিয়া পরিচালক খন্দকার আল মঈন। পরে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি।

