রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদসহ ১০ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। এছাড়া ২০০/৩০০ অজ্ঞাত পুলিশকে আসামি করা হয়েছে।
রবিবার (২২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলার আবেদন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশ পরে দিবেন বলে জানান।
বাদীপক্ষে মামলায় শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

