বীরমুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীকে গলা কেটে হত্যা

আরো পড়ুন

লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা এম ওয়াজেদ আলীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ জানুয়ারী) রাত ৯টার দিকে পাটগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহেবডাঙা এলাকায় এ ঘটনা ঘটে।

পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবুল ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

এম. ওয়াজেদ আলী পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের টংটিংডাঙা এলাকার বাসিন্দা এবং পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য পদে ছিলেন।

উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল বলেন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহেবডাঙা এলাকায় নিজবাড়ির সামনে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ওয়াজেদ আলীকে সন্ত্রাসীরা গলা কেটে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে আমরা উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ ওয়াজেদ আলীকে হত্যা ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা অপরাধীদের আইনের আওতায় আনার জন্য তদন্ত কার্যক্রম শুরু করেছি। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ