সিলেটের দক্ষিণ সুরমায় একটি আবাসিক হোটেল থেকে নিলীমা বেগম লিলি (১৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে দক্ষিণ সুরমার বাইপাস সড়কের মোমিনখলা এলাকার শাপলা আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানাপুলিশ।
নিহত লিলি ওসমানীনগর উপজেলার দুলিয়ারবন্দ গ্রামের নুরুল হকের মেয়ে।
মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালুকদার।
ওসি জানান, ওই আবাসিক হোটেলের পরিচালক জহির মিয়ার সাবেক স্ত্রী লিলি। তার সাথে অনেকদিন হলো ছাড়াছাড়ি হয়ে গেছে। তবে জহিরের সঙ্গে যোগাযোগ বা মেলামেশা ছিলো। সকাল ১০টার দিকে কর্মচারীদের দেওয়া খবরের ভিত্তিতে গিয়ে পুলিশ ১০৫ নং কক্ষের দরজা ভেঙে লিলির মরদেহ উদ্ধার করে। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।
ওসি কামরুল হাসান তালুকদার আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকে হোটেলের পরিচালক জহিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজছে পুলিশ। তদন্তসাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
জাগো/আরএইচএম

