যশোরের চৌগাছায় ‘চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনে’র পক্ষ থেকে হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে মাদ্রাসায় কোরআনের পাখিদের মাঝে কম্বল ও কোরআন শরীফ উপহার দেওয়া হয়।
আজ সোমবার (১৬ জানুয়ারি ) বিকালে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের নিবেদিতপ্রাণ মানবতার ফেরীওয়ালারা এই কার্যক্রম সম্পন্ন করেন।
এছাড়া “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য আলী রেজা রাজু ও তার সহযোগী মোঃ রাসেল হোসেনের প্রচেষ্টায় ঢাকার একটি কোম্পানির আর্থিক সহযোগিতায় “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে উক্ত মাদ্রাসায় ১৫০০০ হাজার টাকা প্রদান করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সিঙ্গাপুর প্রবাসী জনাব মোঃ বখতিয়ার হোসেনের দিক-নির্দেশনায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ: মোঃ ফয়সাল আহম্মেদ, মোঃ কবির হোসেন সোহেল, মোঃ আকরাম হোসেন, মোঃ আলী রেজা রাজু, মোঃ হাসানুর রহমান, মোঃ রাকিব হাসান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আছির উদ্দিন, মোঃ কায়েম হোসেন, মোঃ চয়ন, মোঃ একরামুল, মোঃ হৃদয়, মোঃ নাজমুল প্রমুখ।
“বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। ইতোমধ্যে তারা জনপ্রিয় ও এলাকার অসহায় মানুষের আস্থার ঠিকানা হিসাবে পরিচিতি লাভ করেছে। আগামীতে মাদকমুক্ত সমাজ, বাল্যবিবাহ প্রতিরোধ ও দেশের জন্য আরো ভালো কিছু করার প্রত্যাশায় এগিয়ে যাচ্ছে সংগঠনটি।
চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।
জাগো/আরএইচএম

