দেশে এক বছরে ভোটার বেড়েছে প্রায় ৫৮ লাখ

আরো পড়ুন

দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম। এক বছরে ভোটার বেড়েছে ৫ দশমিক ১০ শতাংশ বা ৫৭ লাখ ৭৪ হাজার ১৩৮ জন।

রবিবার সকালে নির্বাচন ভবনে তার দফতরে খসড়া ভোটার তালিকা নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করা হবে। চূড়ান্ত ভোটার তালিকায় যারা ভোটার, তারাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।

তবে এই তালিকায় বাদ বা কোনো সংশোধন থাকলে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে আপত্তি জানাতে হবে। ১৪ ফেব্রুয়ারি শুনানি হবে। দেশের সব উপজেলাতে খসড়া তালিকা টানানো হবে।

সচিব বলেন, মোট ভোটারের মধ্যে ৬ কোটি ৩ লাখ ৮৩ হাজার ১১২ জন পুরুষ এবং ৫ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ২০৯ জন মহিলা। আর ৮৩৭ জন হিজড়া এই ভোটার তালিকায় রয়েছেন।

গত ২০২২ সালে ভোটার ছিল মোট ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ