‘প্রবাসী বাংলা’ অ্যাপসের নামে প্রতারণা, তৌহিদুল গ্রেফতার

আরো পড়ুন

তৌহিদুল ইসলাম থাকতেন ঢাকার কলা বাগান এলাকায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীদের সাথে খাতির ও বন্ধুত্ব জমাতেন। এরপর সেই ব্যক্তিকে বলতেন কম খরচে তার উদ্ভাবিত প্রবাসী বাংলা অ্যাপসের মাধ্যমে বেশি টাকা পাঠালে কম খরচ পড়বে। ‌ প্রবাসীরা তার কথায় বিশ্বাস করে সেই অ্যাপসে টাকা পাঠাবেন। এরপর সেই টাকা তুলে নিয়ে অ্যাপস বন্ধ করে দিতেন তৌহিদুল। ‌এভাবে বিভিন্ন প্রবাসীর সাথে বছরখানেক ধরে প্রতারণা করে আসছিলেন তিনি।

সম্প্রতি কয়েকজন প্রবাসী বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তদন্তে নামে কাউন্টার এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। সেই প্রতারক তৌহিদুলকে অবশেষে বুধবার রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ‌‌‌‌

অভিযানের নেতৃত্ব দেয়া সাইবার টিমের সহকারী কমিশনার সুরঞ্জনা সাহা শুক্রবার রাতে জানান, বেশি বিদেশি তথ্য ও অনলাইনে মনিটরিং এর মাধ্যমে এই প্রতারকের তথ্য পাওয়া যায়। পরে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, এই চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পরিচয় গোপন করে ফেক আইডি খুলতো। এরপর প্রবাসীদের সাথে বন্ধুত্ব গড়ে তুলতো। ‌ পরে তাদেরকে নিজেদের তৈরি প্রবাসী বাংলা নামে একটি অ্যাপসের কথা বলে তাতে টাকা পাঠানোর জন্য উৎসাহিত করা হতো। প্রবাসীরা সেই অ্যাপস এ টাকা পাঠালে একটি ভুয়া ভার্চুয়াল কয়েন পাঠানো হতো। সেই ব্যক্তির একাউন্টে এরপর সেই টাকাগুলো তাদের হিসাব নম্বরে পাঠানো হতো। পরে তারা টাকাগুলো তুলে নিয়ে অ্যাপস বন্ধ করে দিত। ‌ এভাবে চক্রটি বিভিন্ন প্রবাসীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ‌‌

তিনি আরো জানান, চক্রটির প্রধান তৌহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার নামে রমনা থানা একটি মামলা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ