নড়াইলে বাক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, আসামি গ্রেফতার

আরো পড়ুন

নড়াইলের লোহাগড়ার তালবাড়িয়া গ্রামে বাক প্রতিবন্ধী এক যুবতীকে (৩৫) ধর্ষণের অভিযোগে শামীম নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ জানুয়ারী) সন্ধ্যায় এ ধর্ষণের ঘটনা ঘটে। ওই যুবতী নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আটক শামীম একই গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাক প্রতিবন্ধী ওই যুবতী সন্ধ্যায় বাড়ির পাশের ঘেরে ছাগলকে খাবার দিতে যায়। সন্ধ্যার দিকে ঘেরের আশপাশে কেউ না থাকার সুযোগে শামীম তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। বাড়ি এসে ঘটনাটি মা ও মামীকে খুলে বললে তাকে সেই সময়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে সেখানকার চিকিৎসক তাকে সদর হাসপাতালে প্রেরণ করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, প্রথমে ভিকটিম পরিবার আমাদের কিছু জানায় নি। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফোন করে আমাদের বিষয়টি জানান। এরপরে হাসপতালে গিয়ে তাদের সাথে যোগাযোগ করা হয়। মেয়েটি ধর্ষক শামীমের বাড়িতে গিয়ে তাকে চিহ্নিত করে। এরপর শামীমকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে যুবতীর ভাই থানায় মামলা দায়ের করেছেন। শামীম পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনাটি স্বীকার করেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ