বাগেরহাটে লোকালয়ে ঢুকেছে বাঘ, বনবিভাগের মাইকিং

আরো পড়ুন

বাগেরহাটের শরণখোলার লোকালয়ে বাঘ আতংক দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামের রাস্তা ও পুকুর পাড়ে বাঘের একাধিক পায়ের ছাপ দেখা যায়।

এদিকে, গ্রামবাসীদের সচেতন করতে বনবিভাগ মাইকিং করছে।

সুন্দরবনের ভোলা ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষী আব্দুর রহিম বলেন, গ্রামে বাঘ আসার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখা যায়।

বন সুরক্ষায় নিয়োজিত সিপিজির (কমিউনিটি পেট্রোল গ্রুপ) সহ সভাপতি শহীদুল ইসলাম সাচ্চু বলেন, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় সুন্দরবন থেকে রয়েল বেঙ্গল টাইগার ভোলা নদী পাড় হয়ে সোনাতলা গ্রামের আবু ভদ্রের বাড়ির দক্ষিণ পাশ দিয়ে গ্রামে ঢুকে পড়ে। বৃহস্পতিবার সকালে গ্রামের মালেক, আসলাম ভদ্র, হারুন হাওলাদারের বাড়ির পুকুর পাড়সহ বিভিন্ন স্থানে বাঘের একাধিক পায়ের ছাপ দেখা যায়। বাঘের পায়ের ছাপ দেখে ধারণা করা হচ্ছে দুটি বাঘ গ্রামে ঢুকেছে। বৃহস্পতিবার সকাল থেকে বনবিভাগ গ্রামবাসীদের সাবধানে চলাচলের জন্য মাইকিং শুরু করেছে।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বাঘ সুন্দরবনে ফিরিয়ে নিতে লোকালয়ে বাঘের সন্ধান করার জন্য বনরক্ষীদের নির্দেশনা দেয়া হয়েছে এবং জনসাধারণের সচেতন করতে বনবিভাগ ইতোমধ্যে মাইকিং শুরু করেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ