বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণা আসছে, বাড়ছে ১৯ পয়সা

আরো পড়ুন

বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা আসতে পারে যেকোনো সময়।

বিদ্যুৎ বিভাগ সূত্র বলছে, সরকার নির্বাহী আদেশে দাম বৃদ্ধির ঘোষণা দিতে যাচ্ছে। মন্ত্রণালয়ের একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে।

তবে এ খবর লেখা পর্যন্ত গেজেট প্রস্তুতির কাজ চলছে বলে জানা গেছে। ইউনিট প্রতি খুচরা বিদ্যুতের দাম ১৯ পয়সা বাড়তে পারে বলে একটি সূত্র জানিয়েছে। তবে অন্য একটি সূত্র বলছে, দাম বৃদ্ধির পরিমাণ কিছুটা কম বা বেশিও হতে পারে।

এ বিষয়ে বিদ্যুৎ সচিব হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখনও তার কাছে দাম বৃদ্ধির কোনো খবর নেই। তবে দাম বাড়লে সবাই জানতে পারবে।

বাংলাদেশে এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য আবু ফারুক বলেন, সরকার নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বৃদ্ধি করতে পারে। আমরা এখনও বিষয়টি জানি না।

সরকারের সঙ্গে কেন বিইআরসি যোগাযোগ করছে না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিইআরসির সচিবকে যোগাযোগ করার জন্য বলছি।

কয়েকদিন ধরে বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে বিইআরসি এবং বিদ্যুৎ বিভাগের মধ্যে রশি টানাটানি চলছে। গত ৮ জানুয়ারি বিইআরসি গণশুনানির আগে মন্ত্রণালয়ের মতামত নেয়। মন্ত্রণালয় তখন বিইআরসিকে শুনানি করে দাম বৃদ্ধি করার অনুমোদন দেয়। কিন্তু ৮ জানুয়ারি শুনানির পর মন্ত্রণালয় থেকে ফোন করে ১৫ জানুয়ারির মধ্যে দাম বৃদ্ধির ঘোষনা দেয়ার পরামর্শ দেয়।

বিইআরসির এই পরামর্শ বাস্তবায়নে অপারগতা প্রকাশ করে মন্ত্রণালয়কে জানায়, ১৫ জানুয়ারি শুনানি পরবর্তী সাবমিশন (মতামত) প্রেরণ করার সময় দেওয়া হয়েছে। এর আগে দাম বৃদ্ধি করা তাদের পক্ষে সম্ভব নয়।

অন্যদিকে নসরুল হামিদ বিপু সম্প্রতি জানিয়েছেন, বিদ্যুতের দাম একধাপে বাড়বে না। যাতে গ্রাহকের সমস্যা না হয় এজন্য ধাপে ধাপে বাড়ানো হবে। তখন তিনি জানিয়েছিলেন, বিদ্যুতের দাম চার থেকে পাঁচ ভাগ বাড়তে পারে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ