নারায়ণগঞ্জে শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২৫

আরো পড়ুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ জন গার্মেন্টস শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৭ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ ঘটনায় গুরুতর কেউ আহত হননি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে চট্টগামী লেন দিয়ে গার্মেন্ট শ্রমিক নিয়ে বাসটি আদমজী ইপিজেডের দিকে যাচ্ছিল। হটাৎ করে মৌচাক এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ২০-২৫ জন শ্রমিক আহত হন।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দীন জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করলেও ড্রাইভার-হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ