অভয়নগরে গুলি করে ঘের ব্যবসায়ীকে হত্যা

আরো পড়ুন

যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগরে সন্ত্রাসীরা গুলি করে এক ঘের ব্যবসায়ীকে হত্যা করেছে। বুধবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার দামুখালি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সুব্রত মন্ডল (৫০) উপজেলার দামুখালি গ্রামের অনাদি মণ্ডলের ছেলে ও পেশায় মৎস্যঘের ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সুব্রত মণ্ডল পায়রা ইউনিয়নের দামুখালী স্কুল মাঠের পাশের তেমাথা নামক স্থানে ব্রজেনের চায়ের দোকানের সামনে চা পান করছিলেন। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা এতে তাকে গুলি করে ফেলে রেখে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অভয়নগর থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই সুলতানা জানান, দামুখালিতে দুর্বৃত্তরা একজনকে গুলি করে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

স্থানীয় সূত্র আরো জানায়, সুব্রত মন্ডল অভয়নগর উপজেলাধীন ভবদহ বাজার মৎস্য আড়ৎ সমিতির সদস্য ছিলেন। তার নামে অভয়নগর থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি খুলনা জেলার ফুলতলা বাজার বণিক সমিতির সদস্য রাকিবুল ইসলাম হত্যা মামলার আসামি ছিলেন।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ