দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

আরো পড়ুন

রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন এবং স্বাস্থ্য কমপ্রেক্সে নেয়ার পথে আরো এক জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলি দোয়ালীপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।

নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, নীলফামারীর সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী চিসতি পরিবহনের সঙ্গে সাইমন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়। আহত আরো অনেককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। নিহতের সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ